সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে চলছে উন্নয়ন কাজ। এ সুযোগে পবিত্র এ ঈদগাহ ময়দান যেনো পুরোটাই অরক্ষিত হয়ে পড়েছে। ঈদগাহ ময়দানের অভ্যন্তরে পুকুর শুধুমাত্র ওযু করার কাজেই এতোদিন ধরে ব্যবহার হয়ে আসছিলো। কিন্তু যথাযথ দেখভালের অভাবে পুকুরটিতে নিয়মিতই শিশু-কিশোর ও শ্রমিকদের গোসল করতে দেখা যায়। কাপড় ধৌতকরণ কাজেও মানুষ এখন পুকুরটি ব্যবহার করছেন। নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট যন্ত্রপাতিও ধুয়া হচ্ছে এখানে। শ্রমিকরাও সারাদিনের কাজ শেষে গোসলটা এখানে সেরে নিয়েই তবে ঘরে ফেরেন। এ ছবিটি তুলেছেন আমাদের প্রধান আলোকচিত্রী এস এম সুজন