সিলেট :: সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেছেন, ব্যবসায়ীরা অর্থনীতির চালিকা শক্তি। অর্থনীতির বড় হাতিয়ার হিসেবে দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে কাজ করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি ব্যবসায়ীরা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রয়েছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নিজ প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনতে পারেন।
তিনি বলেন, টাইলস ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে সিলেটে একটি টাইলসের ফ্যাক্টরি তৈরী করলে নিজের তৈরী টাইলস বিক্রির পাশাপাশি স্থানীয় লোকদের কর্মসংস্থান হবে। এতে সিলেটের পরিচিতি বহির্বিশ্বে বৃদ্ধি পাবে।
শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট টাইলস ব্যবসায়ী সমিতির উদ্যোগে সদস্যদের মধ্যে সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট টাইলস ব্যবসায়ী সমিতির সভাপতি মো. তোফাজ্জুল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান ভূইয়া রাজিবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রেটওয়াল সিরামিকসের হেড অব মার্কেটিং জিয়াউর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান অরূপ রায়।
সমিতির কার্যনির্বাহী সদস্য নুরুল হুদা চৌধুরী কয়েছের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি আবুল কাশেম মিলন, মখসুদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ফিরোজ, কোষাধ্যক্ষ নাজিম উদ্দিন সুমন, সহ কোষাধ্যক্ষ আলী আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, প্রচার সম্পাদক মো. রুমেন খান, সহ প্রচার মো. হাসান তারেক, দপ্তর সম্পাদক আব্দুল মোতালেব, সহ দপ্তর সম্পাদক এম.এস.এম তানবীর হিমেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রেজা আশিক, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক আবু জাফর রিপন, সদস্য মখলিছুর রহমান, শফিউল্লাহ পাটুয়ারী, আদেশ বড়ূয়া, সৈয়দ সাখাওয়াতুল আম্বীয়া টিটু।
এছাড়াও সমিতির সদস্যবৃন্দ ছাড়াও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দের মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি। সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি এটিএম শোয়েবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
-প্রেসরিলিজ/একাত্তরেরকথা/ইআ